দৈনিক খুলনা
The news is by your side.

ভারতীয় পর্ন ভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে চাঁদা দাবি, থানায় মামলা

50

ভারতীয় পর্নসাইট থেকে নেওয়া অস্পষ্ট একটি ভিডিও’র এক কর্নারে এক সাংবাদিকের ছবি ও দেশের স্বনামধন্য একটি নিউজ চ্যানেলের লগো জুড়ে দিয়ে চাঁদাদাবির ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজির ধারায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন ও কালিগঞ্জের রতনপুর গ্রামের কামরুল হাসানসহ অজ্ঞাতনামা ৫-৬ জন।

মামলার বিবরণে জানা গেছে, ভারতীয় পর্নসাইটের একটি অস্পষ্ট ভিডিও ডাউনলোড করে স্বনামধন্য একটি নিউজ চ্যানেলের লগো ও প্রতিষ্ঠানের এক সাংবাদিকের ছবি ভিডিওর কর্ণারে জুড়ে দিয়ে ফেসবুকে অপপ্রচার শুরু করেছে আসামিরা। ফেসবুকে পোস্ট করার পূর্বে ওই সাংবাদিকের হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি আসামিরা নিজ নামীয়সহ বেনামী বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়।

সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান ভিডিওটি দেখে বলেন, পর্ন ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে এডিট করে জুড়ে দেয়া ছবির ব্যক্তির কোনো মিল নেই। গুগল সেন্স সার্চের মাধ্যমে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন পর্নসাইটে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সংবাদ প্রচারে শীর্ষে থাকা একটি নিউজ চ্যানেল ও তার সাংবাদিককে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এই ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ মাঠে নামবে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বলেন, এ ঘটনায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.