দৈনিক খুলনা
The news is by your side.

ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোন রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ

103

নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একাংশ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে নতুন পার্টির নাম ঘোষণা করেন জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইসমাইলের বোন মীম আক্তার। দলটির নাম দেওয়া হয়েছে, জাতীয় নাগরিক পার্টি।

দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষ থেকে স্লোগান উঠেছিলো, তুমি কে, আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।’

তিনি আরো বলেন, বিভাজনের রাজনীতির মাধ্যমে জনগণকে, রাষ্ট্রকে দুর্বল করে রাখার এই ষড়যন্ত্র জুলাই এর মাধ্যমে সকলের ঐক্যের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মঞ্চ থেকে আমরা শপথ করতে চাই বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না।

জুলাই আন্দোলনের এই সমন্বয়ক বলেন, বাংলাদেশে ভারতপন্থী-পাকিস্তানপন্থী কোন রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করবো।

এছাড়া পার্টির আত্মপ্রকাশের লিখিত বক্তব্য প্রদান করেন দলটির আহ্বায়ক। এসময় তিনি দেড় দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুর্নীতি ও অপশাসনের বিষয়ে তুলে ধরেন। নাহিদ বলেন, এই নতুন স্বাধীনতা একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্য বসেনি। মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আন্দোলন করেছিলো। এ লক্ষ্য নিয়েই এনসিপি ঘোষণা দেওয়া হচ্ছে। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল।

Leave A Reply

Your email address will not be published.