দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোলে পতাকা বৈঠকে বিএসএফ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে

19

বেনাপোল প্রতিনিধিঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শনিবার (১৫ নভেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল এবং বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের মধ্যে এ পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান এবং বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন এসি প্রবীণচান্দ।

হস্তান্তরকৃতরা হলো-আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১), রেশমা খাতুন (২৮), আজমিরা (৫),বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম (৩৭), জান্নাতুল বুশরা (৪),তাইজুল ইসলাম (৪৩), মোসাঃ নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬), মোঃ আমিনুর রহমান (৫৬) এবং মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৯)। এরা খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জানা যায়, আটক ব্যক্তিরা গত তিন থেকে চার বছর ভারতের কলকাতায় অবস্থান করছিলেন। বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও সুন্দরবন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুন জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত ১৫ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এদের সমস্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.