দৈনিক খুলনা
The news is by your side.

বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল

19

দীর্ঘ সময় পার করে চিকিৎসা শেষে লন্ডন থেকে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সকাল ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার সঙ্গে থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

দলের পক্ষ থেকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন অঙ্গসংগঠনকে নির্দিষ্ট পয়েন্টে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি, ব্যানার, পোস্টার ও জাতীয় পতাকার ছড়াছড়ি দেখা গেছে।

তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে কড়া ব্যবস্থা। র‌্যাব, পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিমানবন্দর ও আশপাশের সড়কে চলছে গাড়ি তল্লাশি। সড়কেও মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের।

বিএনপি জানিয়েছে, নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে বলা হলেও তারা যেন বিমানবন্দর বা খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ না করে সে আহ্বান জানানো হয়েছে। সড়কের পাশে জাতীয় ও দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল কিংবা পায়ে হেঁটে গাড়িবহরের সঙ্গে চলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় স্বদেশ প্রপার্টিজের খালি জায়গায় ও গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কসংলগ্ন সড়কে গাড়ি পার্কিংয়ের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.