দৈনিক খুলনা
The news is by your side.

বিদেশি শক্তির ইন্ধনে ড. ইউনূসকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব সত্য নয়: নাহিদ ইসলাম

71

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার (২১ সেপ্টেম্বর) জানিয়েছেন, বিদেশি শক্তির ইন্ধনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার বিষয়টি সত্য নয়।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষগ্রহণের পর নাহিদ ইসলামকে আসামিদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রীয় খরচে আইনজীবী মো. আমির হোসেন জেরা করেন। জেরার জবাবে নাহিদ ইসলাম বলেন, “৩ আগস্ট সরকার পতনের কোনো পূর্বপরিকল্পনা তাদের দীর্ঘদিনের পরিকল্পনার ফল নয়। আমাদের আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির কোনো হাত ছিল না। অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।”

মামলার এক আসামি ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনালে তার সাক্ষ্য ও জবানবন্দি গ্রহণের সময় তিনি হাজির ছিলেন।

জেরার সময় নাহিদ ইসলাম আরও জানান, “শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি এবং বাধ্য হয়ে ভারতে যাননি।” নাহিদ ইসলাম এর আগে জবানবন্দিতে জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পূর্বপ্রস্তুতি হিসেবে নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হয়েছিল।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে যান। ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করেন।

ট্রাইব্যুনালের গঠন হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় বেশ কিছু সাক্ষ্য গ্রহণ এবং তদন্ত চলছে।

Leave A Reply

Your email address will not be published.