দৈনিক খুলনা
The news is by your side.

বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুলিশের হটলাইন চালু

34

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি যোগাযোগের হটলাইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন থেকে যেকোনো নিরাপত্তাজনিত ঘটনা সরাসরি পুলিশের নির্ধারিত লাইনে জানানো যাবে এবং দ্রুত সহায়তা পাওয়া যাবে।

সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের উপস্থিতিতে এক বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সম্প্রতি গাজা পরিস্থিতি ঘিরে হওয়া বিক্ষোভে বিদেশি কোম্পানির কার্যালয়ে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ছয়টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।

আলোচনায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নেসলে, কোকা-কোলা, ইউনিলিভার, বাটা, রেকিট বেনকিজার, পেপসিকো ও জুবিল্যান্ট ফুড ওয়ার্কস। জানা গেছে, ৭ ও ৮ এপ্রিল এসব প্রতিষ্ঠানের অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এক ডজন মামলা হয়েছে।

আইজিপি বাহারুল আলম বিনিয়োগকারীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, পুলিশের এই হটলাইন শুধু প্রতিক্রিয়ার জন্য নয়, আস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডা চেয়ারম্যান বলেন, এ ধরনের উদ্যোগ শুধু সময়োপযোগী নয়, নজিরবিহীনও। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে নতুন প্রটোকল, দ্রুত সাড়া ইউনিট ও উন্নত সংকট ব্যবস্থাপনা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা সরকারের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে নতুন আস্থা অর্জনের কথা জানান।

বিডা জানায়, এই উদ্যোগ বাংলাদেশকে একটি নিরাপদ ও বিনিয়োগবান্ধব গন্তব্যে রূপান্তরের বৃহত্তর লক্ষ্য পূরণের অংশ।

Leave A Reply

Your email address will not be published.