বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৫৮তম শহীদ, বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও কলেজ শাখার সাবেক সভাপতি শহীদ মুন্সী আব্দুল হালিমের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বিএল কলেজ শাখা। শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল, ইয়াতিমদের মাঝে খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ যোহর বিএল কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিকালে খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার পারিবারিক কবরস্থানে জিয়ারত করতে যান ছাত্রশিবিরের মহানগর ও কলেজ শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। এরপর তারা শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএল কলেজ শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হুসাইন আহমেদের পরিচালনায় দিনব্যাপী সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মুশাররফ আনসারী, বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাড. শেখ জাকিরুল ইসলাম, বিএল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনসুর আলম চৌধুরী, খুলনা মহানগর শাখার প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, শহীদের ভাই মুন্সী আব্দুল হামিদ, মুন্সী আব্দুল হাই, বিএল কলেজ শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, বিজ্ঞান সম্পাদক আবীর হোসেন, এইচআরডি সম্পাদক আবুল কাশেম, প্রকাশনা সম্পাদক রাকিবুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২০ সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতাসীন সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনী সারা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত করে। সন্ত্রাসীরা তাণ্ডবলীলা চালিয়ে বিএল কলেজ ছাত্র সংসদের জিএস ও কলেজ শাখার সভাপতি মুন্সী আবদুল হালিমকে প্রকাশ্যে দিবালোকে বর্বরোচিতভাবে খুন করে হত্যা ও সন্ত্রাসের কলঙ্কজনক অধ্যায় রচনা করে।