দৈনিক খুলনা
The news is by your side.

‘বিএনপি হতাশ, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাচ্ছি’

114

“নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় আমরা হতাশ।” ২৪ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলন যা বলেন যেখানে নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য ছিলো না। তাই বিএনপি হতাশ হয়েছে। “আমরা কখনও প্রধান উপদেষ্টা পদত্যাগের দাবি করিনি, তবে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানাচ্ছি।” এমন কথা বলেছেন বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ মে) গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মোশাররফ হোসেন বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একইসঙ্গে চলতে পারে।” তিনি উল্লেখ করেন, “পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।” তিনি সরকারের দুর্বলতা ও নিরপেক্ষতার অভাবের কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন।

মোশাররফ হোসেন বলেন, “জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর।” তিনি বলেন, “সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “জুলাই ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে অতিশীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা জরুরি।” তিনি সরকারের নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি জানান।

মোশাররফ হোসেন বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জনাব ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেননি।” তিনি আশা প্রকাশ করেন, “কালবিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে।”

মোশাররফ হোসেন আরও বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকারসহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।” তিনি বলেন, “তাই, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.