টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সোশ্যাল মিডিয়ায় দেওয়া ঘোষণায় তিনি জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে আসন্ন গল টেস্টই হতে যাচ্ছে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।
আগামী ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই ম্যাচেই সাদা পোশাক তুলে রাখবেন ম্যাথিউস। এটি তার ক্যারিয়ারের ১১৯তম টেস্ট ম্যাচ। ২০০৯ সালে টেস্ট অভিষেক হয় ম্যাথিউসের।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণনায় ম্যাথিউস বলেন, ‘গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব ও সম্মানের বিষয়। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, এবং ক্রিকেটও আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে।’
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ম্যাথিউস। তিনি বলেন, ‘যদিও আমি টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছি, তবুও আমি সাদা বলের ফরম্যাটে নির্বাচকদের সঙ্গে আলোচনা অনুযায়ী দেশের প্রয়োজনে উপলব্ধ থাকব।’
টেস্ট ক্যারিয়ারে ৮১৬৭ রান করে শ্রীলঙ্কার সর্বকালের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাথিউস। তার ওপরে আছেন কুমার সাঙ্গাকারা (১২,৪০০) ও মাহেলা জয়বর্ধনে (১১,৮১৪)। ১৬টি শতকসহ ম্যাথিউসের ব্যাটিং গড় ৪৪.৬২। বল হাতে তিনি নিয়েছেন ৩৩টি উইকেট।