দৈনিক খুলনা
The news is by your side.

বকেয়া ভাতা আদায় চাকুরী রাজস্ব করন সহ ৭ দফা দাবিতে বাংলাদেশ প্রাণী সম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতির মানবন্ধন

97

বকেয়া ভাতা আদায় চাকুরী রাজস্ব করন সহ ৭ দফা দাবিতে খুলনার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটাস্থ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে বাংলাদেশ প্রাণী সম্পদ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতি , খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহত্তর খুলনা জেলা প্রাণী সম্পদ এ আই টেকনিশান কল্যান সমিতির সভাপতি সন্তোষ মন্ডল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাসিবুর রহমান, টেকনিশিয়ান মাকছুদ, সৌভিক দাস সহ খুলনা, সাতক্ষিরা ও বাগেরহাট এর বিভিন্ন উপজেলার টেকনিশানরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন অনতিবিলম্বে ১৮ মাসের বকেয়া ভাতা পরিশোধ ও চাকুরী রাজস্ব করন করতে হবে তা না হলে আগামিতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.