দৈনিক খুলনা
The news is by your side.

ফ্যাসিষ্ট সরকারের গুলিতে শহীদ মাহফুজের কবরে শ্রদ্ধা জ্ঞাপন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের

49

মোরেলগঞ্জ প্রতিনিধি:ফ্যাসিষ্ট সরকারের গুলিতে শহীদ মাহফুজের কবর জিয়ারত করেছেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার বেলা সাড়ে ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারকে সাথে নিয়ে মাহফুজের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় মিছিলে নেমে পুলিশের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান।

সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আলজাবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে কর্মকর্তারা জুলাই বিল্পবে শহীদ মাহফুজসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া দোয়া মোনাজাত করেন।

শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান ও মা বেগম বিবি কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় আব্দুল মান্নান বলেন, ‘আমার সন্তানসহ অসংখ্য প্রানের বিনিময়ে আমরা ফ্যাাসিষ্ট তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ওই আওয়ামী ফ্যাসিষ্ট যেন আর এ দেশে ফিরতে না পারে সেদিকে সকলে খেয়াল রাখবেন’।

Leave A Reply

Your email address will not be published.