দৈনিক খুলনা
The news is by your side.

প্রধান উপদেষ্টার চীন সফর: ৭ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি

146

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। এই সফরটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। সফরের সময়, বাংলাদেশ ও চীনের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমওইউগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে: এক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, দুর্যোগ প্রশমনে সহায়তা, চীনা গ্রন্থকেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসবের পাশাপাশি আরও দুটি সমঝোতা স্মারক সই হতে পারে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা করছেন, সফরটি ফলপ্রসূ ও গঠনমূলক হবে।

চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে ২৭ মার্চ ভাষণ দেবেন ড. ইউনূস। এর পর ২৮ মার্চ তিনি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ দিন ২৯ মার্চ, পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

এ সফরটি বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নতি সাধন করবে বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.