সাল ২০০০, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। কেনিয়ার রাজধানী নাইরোবিতে মঞ্চস্থ হওয়া সেই লড়াইয়ে ভারতীয়দের বঞ্চিত করে শিরোপা জিতে নেয় কিউইরা। পুরোনো প্রতিশোধ ২০২৫ আসরে নিলো ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো রোহিত-কোহলিরা।
আজ দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৫১ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ৬ বল হাতে রেখে রোমাঞ্চকর জয় তুলে নেয় ৬ উইকেট হারানো ভারত।
২৫২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। ওপেনিং জুটিতে ১০৫ রান তোলেন ভারতের দুই ওপেনার শুবমান গিল ও রোহিত শর্মা। গিল ৫০ বলে ১ ছক্কায় ৩১ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় সংগ্রহে ১৭ রান যোগ করতে আরও দুই উইকেট হারায় ভারত। বিরাট কোহলি ১ ও অধিনায়ক রোহিত শর্মা দলীয় সর্বোচ্চ ৭৬ রানে আউট হন।
ধাক্কা সামলে ৬১ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। আইয়ার ৬২ বলে ২টি করে চার-ছক্কায় ৪৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। অক্ষর ফেরেন ৩০ রানে। এরপর ৩৮ রানের জুটিতে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ১টি করে চার-ছক্কায় ১৮ রানে হার্দিক ফিরলে ভাঙে এই পার্টনারশিপ। শেষে কেএল রাহুল ৩৪ রানের অপরাজিত ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়েন। ৯ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।
ভারতের ইনিংসে দুটি করে উইকেট নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল। ১০১ বলের মন্থর গতির ইনিংসটি ৩ চারে সাজান তিনি। ফিফটি হাঁকান মাইকেল ব্রেসওয়েলও। ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩* রানে অপরাজিত থাকেন তিনি। রাচিন রবীন্দ্রের সংগ্রহ ৩৭ রান। ২৯ বলের ইনিংসটি ৪ চার ও ১ ছক্কায় সাজান চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে দুটি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার। গ্লেন ফিলিপসের সংগ্রহ ৫২ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৪ রান। এছাড়া উইল ইয়ং ১৫, টম ল্যাথাম ১৪ ও কেইন উইলিয়ামসন ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
নিউজিল্যান্ডের ইনিংসে ১০ ওভারে ৪০ রানের খরচায় ২ উইকেট নেন কুলদীপ যাদব। দুই উইকেট পান বরুণ চক্রবর্তীও। ১০ ওভারে ৪৫ রান দেন তিনি। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
দ্বিতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলো ভারত। সবশেষ এবং প্রথমবারের মতো ২০১৩ সালে শিরোপাটি স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল ভারতীয়দের। ২০০০ সালের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ২০০৯ সালের পর আবারও রানার্সআপ হলো।