দৈনিক খুলনা
The news is by your side.

প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ টি বিদ্যালয়ের ১৬৭ জন শিক্ষার্থী মডেল টেষ্টে অংশ গ্রহণ করে

57

হারুনার রশীদ বুলবুল কেশবপুর( যশোর) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মডেল টেস্ট পরীক্ষা। যশোর জেলার কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন সন্তানদের উৎসাহ দিতে। নির্ধারিত সময় সকাল ১০-৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হয় এবং ১ টা দুপুর পর্যন্ত চলে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশানারা খাতুন জানান, “শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার পরিবেশে অভ্যস্ত করতে এবং তাদের প্রস্তুতির মান যাচাই করতেই এ মডেল টেস্টের আয়োজন করা হয়েছে। এতে করে তারা চূড়ান্ত পরীক্ষায় ভালো ফল করতে আরও আত্মবিশ্বাসী হবে।

অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বাধন জানায়, “মডেল টেস্টে অংশ নিয়ে বোঝা গেল আসল পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে। এতে ভয়টা অনেক কমে গেছে।
শিক্ষক আব্দুল হালিম বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বাড়ায়, পাশাপাশি বিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কও দৃঢ় হয়। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষা কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

দিনশেষে শিক্ষকরা শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন শুরু করেন এবং ফলাফল বিশ্লেষণ করে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, এমন উদ্যোগ নিয়মিত চালু থাকলে আগামী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এলাকার ফলাফল আরও উন্নত হবে।

Leave A Reply

Your email address will not be published.