দৈনিক খুলনা
The news is by your side.

পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

64

পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডেনের আরমান্ড ‘মোন্ডো’ ডুপ্লান্টিস। বুদাপেস্টে চলমান হাঙ্গেরিয়ান গ্র্যা প্রিঁ’তে তিনি এ বছর তৃতীয় বারের মত বিশ্ব রেকর্ড গড়লেন। ৬.২৯ মিটার উচ্চতা পার করে নতুন এই রেকর্ড গড়েছেন তিনি।

সুইডিশ ২৫ বছর বয়সী এই তারকা এ্যাথলেট ক্যারিয়ারে ১৩ বার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হাঙ্গেরিতে দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি নতুন উচ্চতা পাড়ি দেন। এর আগে জুনে স্টকহোমে তিনি ৬.২৮ মিটার উচ্চতা পার করেছিলেন। ফেব্রুয়ারিতে ক্লারমন্ট-ফেরান্ডে পার করেছিলেন ৬.২৭ মিটার।

এনিয়ে ক্যারিয়ারে ডুপ্লান্টিস ৩৩তম বার প্রথম স্থান দখল করলেন। গতকাল বুদাপেস্টে প্রথম প্রচেষ্টায় তিনি ৬.১১ মিটার উচ্চতা পার করেছিলেন। প্রথম প্রচেষ্টায় তিনি গ্রীসের এমানুইল কারালিস (৬.০২ মিটার) ও অস্ট্রেলিয়ার কুরটিস মার্শালকে (৫.৮৩ মিটার) পিছনে ফেলে প্রথম স্থান দখল করেন।

দ্বিতীয় প্রচেষ্টায় গড়েন নতুন বিশ্ব রেকর্ড। এ সময় ডুপ্লান্টিসের পা ও পেট বারের সাথে লাগলেও লাফটি বিধিসম্মত ছিল।

১৯৮৫ সালের জুলাইয়ে প্যারিসে প্রথমবারের মত পোল ভল্টে ৬ মিটার উচ্চতা পার করেছিলেন ইউক্রেনিয়ান তারকা সার্গেই বুবকা। এরপর নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ২৬ বার। এর মধ্যে বুবকা ১২ বার ও ডুপ্লান্টিস ভেঙ্গেছেন ১৩বার। বাকি একবার বিশ্ব রেকর্ড গড়েন ফ্রান্সের রেনাড লাভিলেনি।

২০২০ সালে ৬.১৭ উচ্চতা পার করে প্রথমবার বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ডুপ্লান্টিস।

আগামী ১৩ সেপ্টেম্বর টোকিওতে শুরু হতে যাওয়া এ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এমন সাফল্য নিশ্চিতভাবেই ডুপ্লান্টিসকে তৃতীয় স্বর্ণ জয়ের অনুপ্রেরণা জোগাবে। দুইবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন পোল ভল্টে সর্বশেষ হেরেছেন ২০২৩ সালের ২১ জুলাই মোনাকোয়। তারপর টানা ৩৩টি জয় পেয়েছেন ডুপ্লান্টিস।

 

 

Leave A Reply

Your email address will not be published.