পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটা বাণিজ্য কেন্দ্রে গতকাল ঐশী গার্মেন্টসে আলমগীর হোসেনের গার্মেন্টসের দোকানে গভীর রাতে তালা ও শাটার ভেঙে চুরি সংগঠিত করেছে বলে জানা গেছে।
গতকাল গভীর রাতে আলমগীরী গার্মেন্সির দোকানে তালা ভেঙে সঙ্ঘবদ্ধ চোরেরা শাড়ি লুঙ্গি, জামা ও নগদ প্রায় 2 লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। বিষয়টি দোকান মালিক পাটকেলঘাটা থানা পুলিশকে অবহিত করেছে বলে জানা গেছে।
এদিকে এদিকে গত শুক্রবার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারের আবুল খায়ের খানের পুত্র যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির খান হার্ডওয়্যারে শনিবার রাতে তালা কেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
দোকান মালিক জানায় ,একশ পট মবিল এবং বিভিন্ন পার্টস পাতিসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। দোকান মালিক তিনি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছেন বলে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
দুঃসাহসিক দুটি শরীর ঘটনায় সমগ্র ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।