পাটকেলঘাটা প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ রোডে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘গ্রীন ওয়ার্ল্ড জেন্টস পার্লার’। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, আধুনিক সাজসজ্জা ও হেয়ার কেয়ারের সর্বাধুনিক সেবা নিয়ে তারা নিয়মিত কাজ করবেন। এছাড়া স্থানীয় গ্রাহকদের জন্য উদ্বোধনী সপ্তাহে বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল হক রাজু, সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আলী হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শেখ সানজিদুল হক, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমা আক্তার মুক্তি জানান, পাটকেলঘাটায় সৌন্দর্য চর্চায় নতুন মাত্রা যোগ করতে এ প্রতিষ্ঠান কাজ করবে।