পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:পাইকগাছা সালাফিয়া মাদরাসার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শনিবার সকালে বান্দিকাটী আহলে হাদিস জামে মসজিদ চত্বরে এ আজীবন সদস্য সম্মেলনের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ।
মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হাকিম গোলদার, আলহাজ্ব রহমত আলী গাজী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সেলিম জাহাঙ্গীর সুমন, হারুন অর রশীদ, ইমরান হোসেন, তরিকুল ইসলাম, ফয়সাল সরদার, আব্দুল মান্নান, মোশাররফ সরদার, রবিউল গোলদার, আজিজুল গাজী, আব্দুল্লাহ গাজী, আরিফুল হক রনি, আসাদুল ইসলাম, ও ফিরোজ জোয়ার্দার।