দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব

19

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শনিবার দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল এর ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ তৌহিদুর রহমান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, আলহাজ্ব ফাতেমা রহমান, অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, অঞ্জলি রাণী শীল, আব্দুল আজিজ নায়েব, এসএম মোজাম্মেল হক, মাদ্রাসা সুপার মাওলানা আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন,

প্রাক্তন সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, শফিয়ার রহমান, সহকারী শিক্ষা অফিসার ঝংকার ঢালী, শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য গাজী সোহেল রাশেদ জনি, । অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং কলেজের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ প্রদর্শিত পিঠা উৎসবের স্টল পরিদর্শন এবং শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সরদার আব্দুর রাজ্জাক ও প্রভাষক ইতি বৈরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নাছরিন আরা, মোস্তাফিজুর রহমান, মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, আদিত্য কুমার মন্ডল, শফিকুল ইসলাম, হোসনেআরা খানম, রেজাউল করিম, নুরুজ্জামান, গাজী নুর মোহাম্মদ, আবু সাবাহ গাজী, বিবেকানন্দ সরকার, তাপস কুমার মন্ডল, অরিন্দম কুমার নাথ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, আছাফুর রহমান, সফিকুল ইসলাম, সহিদুল ইসলাম , প্রভাষক রেশমা সুলতানা, শরীফা খাতুন, ঝর্ণা, রাবেয়া খানম, সাথী রাণী শিকদার, সাবেরা ফেরদৌসী, শাপলা খাতুন, আনজুম আফরোজ দোলন, নুপুর মন্ডল, মৌসুমি রাণী, প্রশান্ত কুমার সরকার, প্রদর্শক তাপস সরকার, খান আব্দুস সেলিম, এসএম জাহাঙ্গীর আলম, মৃকংকন মন্ডল, কুসুম কলি সরকার, ও মনজুরুল ইসলাম।