দৈনিক খুলনা
The news is by your side.

নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ বললেন ট্রাম্প, হামাসের সঙ্গে চুক্তির আভাস

96

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের সঙ্গে চুক্তির আলোচনায় নেতানিয়াহু সক্রিয় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। একদিকে যখন ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্য নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে।

ট্রাম্প শনিবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে দারুণ কাজ করেছেন এবং বর্তমানে হামাসের সঙ্গে একটি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছেন। ওই চুক্তিতে জিম্মিদের মুক্তিও অন্তর্ভুক্ত থাকবে।খবর আল-জাজিরার।

তবে ইরানে ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নেমেছে। বিশেষ করে গাজা যুদ্ধবিরতির একটি সম্ভাব্য উদ্যোগ থেকে নেতানিয়াহুর সরে আসাকে অনেক বিশ্লেষক রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত বলে বর্ণনা করেন। এতে ক্ষুব্ধ হন জিম্মিদের পরিবারসহ বহু ইসরায়েলি নাগরিক, যারা মনে করেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যতকে জনগণের নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এর আগে ট্রাম্প প্রশাসনের সময় তার দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় একবার গাজা যুদ্ধবিরতির মাধ্যমে বহু জিম্মি মুক্তি পেয়েছিল এবং পাল্টা পদক্ষেপে ফিলিস্তিনিও বন্দিমুক্ত হয়।

বর্তমানে নেতানিয়াহু একটি বিভক্ত, গোঁড়া ও অতি-ডানপন্থি সরকারকে একত্রিত রাখতে হিমশিম খাচ্ছেন। জরিপ বলছে, নেতানিয়াহুর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে।

Leave A Reply

Your email address will not be published.