দৈনিক খুলনা
The news is by your side.

নতুন বাংলাদেশ গড়ার জন্য যুবসমাজকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে —মাওলানা আবুল কালাম আজাদ

আমাদী ইউনিয়ন যুব বিভাগের নির্বাচনী কর্মশালা

35

নতুন বাংলাদেশ গড়ার জন্য যুবসমাজকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

তিনি বলেন, দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে যুবকদের সক্রিয় ও আপোষহীন ভূমিকা পালন করতে হবে। দেশে বর্তমানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

সেই লক্ষ্যে রাষ্ট্রীয় কাঠামোর কাঙ্ক্ষিত সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়ার পর পুরো জাতি একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যুবসমাজকে আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তাহলেই দেশ অপশাসন ও দুঃশাসন থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। শনিবার (২৩ আগস্ট) সকালে খুলনা জেলার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে স্থানীয় খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

আমাদী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহা. মেহেদী হাসান রাসেলের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ মো. সাইফুল্লাহ, কয়রা উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমাদী ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইয়াসিন আরাফাত, অফিস সেক্রেটারি নাজমুল কবির নাহিদ, টিম সদস্য মোমিনুল ইসলাম, ১ নং ওয়ার্ড সভাপতি মুনীর মোর্শেদ, ২ নং ওয়ার্ড সভাপতি সোহাগ মীর, ৩ নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসাইন, ৪ নং ওয়ার্ড সভাপতি আল আমিন, ৫ নং ওয়ার্ড সভাপতি নাঈম হাসান, ৭ নং ওয়ার্ড সভাপতি মঞ্জুরুল হক, সেক্রেটারি যথাক্রমে নূরুল ইসলাম, আল মামুন, নূরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুজ্জামান প্রমুখ। কর্মশালায় অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কুরআন-সুন্নাহর বিধান চালু করা যায়, তবে মানুষের মুক্তি মিলবে; দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে, কিন্তু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো, তারা পুরনো নীতি-আদর্শ চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি, জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, আদর্শ সমাজ গঠনে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য। ইসলামী মূল্যবোধ, ন্যায়-ইনসাফ এবং আমানতদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশ গ্রহণ একটি দায়িত্বশীল পদক্ষেপ। তিনি তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।#

Leave A Reply

Your email address will not be published.