দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালিত।

15

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে ২ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ৫ মে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত কার্যালয়ের সামনের সড়কে এই এই কর্ম বিরতি পালিত হয়। কর্মবিরতি চলাকালে নড়াইল জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খানি আজিম উদ্দিন, মোঃ মাহমুদুল হাসান, মোহন মোল্যা প্রমুখ বক্তব্য প্রদান করেন, এ সময় জেলা পর্যায়ে অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিচারকদের সঙ্গে আদালতের সহায়ক কর্মচারী হিসাবে একই দপ্তরে কাজ করলেও জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলের আলোকে বিচারকদের বেতন-ভাতাদি হলেও সহায়ক কর্মচারীরা জনপ্রশাসনের আলোকে বেতন-ভাতা পেয়ে থাকেন। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে চাকরি করে পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জাননো হয়।

Leave A Reply

Your email address will not be published.