নগরীতে পূনরায় রেজাউল সুইমিং একাডেমি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উদ্ধোধন করেন,জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গাজী মোঃ বখতিয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম, ফুটবল কোচ মোঃ মোস্তাকুজ্জামান, ফুটবল একাডেমির পরিচালক দিবাশীষ মন্ডল, ডলি ইসলাম, মহিলা সুইমিং কোচ শারমিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জি এম রেজাউল ইসলাম।
উল্লেখ্য, খুলনা নগরীর সোনাডাঙায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের অভ্যন্তরে একমাত্র সরকারি সুইমিং পুল। অযত্ন-আর অবহেলায় বছরের পর বছর পড়ে থাকা পুলটি এখন শিক্ষানবিশ সাঁতারুদের জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে। দীর্ঘ শীতকালীন বন্ধের পরে গতকাল মঙ্গলবার নতুনভাবে নতুন আঙ্গিকে শুরু হয়েছে পুলটি।
এর আগে খুলনায় সাঁতার শিখতে আগ্রহী শিশু-কিশোররা ভিড় জমাচ্ছে এখানে। প্রতিদিন এখানে সাঁতার শিখতে আসছে দুইশ জন। সেখানে বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, ২০১৩ সাল থেকে প্রায় অব্যবহৃত অবস্থায় থেকে নষ্ট হয়ে যায় পুলটির অধিকাংশ সরঞ্জাম। এমনকি পুলের টাইলসগুলোও উঠে নষ্ট হয়ে যায়। তবে রেজাউল সুইমিং একাডেমির উদ্যোগে মেরামত করে সাঁতার শেখানোর উপযোগী করা হয়েছে।