দৈনিক খুলনা
The news is by your side.

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে বর্ণমালা স্পোর্টিং ক্লাবের জয়

14

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৪–২০২৫-এর গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৩৮ রানের ব্যবধানে জয় পেয়েছে বর্ণমালা স্পোর্টিং ক্লাব। জিরো পয়েন্ট মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রতিপক্ষ নাবারুণ সংসদকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দলটি।

প্রথমে ব্যাট করে বর্ণমালা স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৪৮ ওভারে সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০১ রান। দলের হয়ে তানভীর শেখ ৬৬ বলে ১১৫ রানের দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন। জবাবে নাবারুণ সংসদ ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে সকল উইকেট হারিয়ে থামে ২৪৩ রানে। দলের পক্ষে ফজলে রাব্বি করেন সর্বোচ্চ ১১০ রান। বোলিংয়ে বর্ণমালার মো. ইউসুফ দারুণ নৈপুণ্য দেখিয়ে একাই শিকার করেন ৪ উইকেট। ম্যাচ শেষে খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে উভয় দলের প্রদর্শিত চমৎকার ক্রিকেটশৈলীর প্রশংসা করা হয়।

Leave A Reply

Your email address will not be published.