দৈনিক খুলনা
The news is by your side.

দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা

106

আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সোমবার (৩ মার্চ) মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এসময় উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, রোজার সব পণ্যের দাম ৭ দিনের মধ্যে কমে আসবে। সয়াবিন তেলের সরবরাহের কিছু ঘাটতি আছে। আশা করছি আজ কালের মধ্যে সরবরাহ ব্যবস্থা উন্নতি ঘটবে।

সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নে শেখ বশিরউদ্দীন বলেন, “সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে তেমনি পাম অয়েল সরকার নির্ধারিত দামের থেকে ২৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোগ্য তেলের ৬০ শতাংশ পাম অয়েল। বাজারে তেলের দাম একই সাথে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে।”

রমজানে পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজালরোধে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সোমবার রাজধানীর চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

রোজা শুরুর আগে থেকেই বোতলের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। দোকানে তেল কিনতে গিয়ে অনেক ক্রেতাকে সঙ্গে অন্য পন্য কেনার জন্যও জোর করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বোতলজাত সয়াবিন তেলের এমন সংকট দেখা দিয়েছিল গত ডিসেম্বরেও। বাজারে বোতলজাত সয়াবিন তেলর মজুদ কমে যাওয়ার পর লিটারপ্রতি আট টাকা দাম বাড়ানো হয়।

বাজার পরিদর্শনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.