দৈনিক খুলনা
The news is by your side.

ড. ইউনূসকে বক্তব্যে ‘সতর্ক থাকার’ পরামর্শ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

56

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে তার বক্তব্যের ভাষা ও শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করতে চায় না।

শুক্রবার ভারতের সংবাদমাধ্যম নেটওয়ার্ক ১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রাজনাথ সিং। সাক্ষাৎকারের একটি অংশে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনা চাই না। তবে অধ্যাপক মুহম্মদ ইউনূসের উচিত হবে নিজের বক্তব্যের শব্দচয়ন সম্পর্কে সতর্ক থাকা।”

তিনি আরও বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। কিন্তু আমাদের মূল লক্ষ্য সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তবে সরকার গঠনের শুরু থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনা এই সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস। ভারতের সঙ্গে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই শীতল অবস্থায় রয়েছে।

তুর্কি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত ওই বৈঠকে ড. ইউনূস তাদের প্রত্যেককে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামে একটি সংকলনগ্রন্থ উপহার দেন।

বইটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময়কার নানা ছবি ও গ্রাফিতির সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ অভিযোগ করেছে, বইটিতে ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র সংযোজিত হয়েছে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।

নিউজ ১৮ আরও দাবি করেছে, বইটিতে আসাম দখল সংক্রান্ত যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধ-পরবর্তী সময়ে সেই অঞ্চলের প্রশাসনিক কাঠামো নিয়ে বর্ণনাও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: ফার্স্টপোস্ট

Leave A Reply

Your email address will not be published.