ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্র স্বাধীন (১৪) এর মৃত্যুর ঘটনায় প্রেমিকার দুই মামাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বিল পাটেলা গ্রামের জহুরুল সরদারের ছেলে শামীম সরদার (২৬) ও টিটু সরদার (২৪)।
উপজেলার শাহপুর গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র স্বাধীন (১৪) এর লাশ রোববার বিকেলে ঘরের আড়ায় ঝুলানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা বলে প্রচার হলেও স্বাধীনের মা রেক্সোনা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পার্শ্ববর্তী এক মেয়ের সাথে প্রেমের সূত্র ধরে স্বাধীন কয়েকদিন আগে মারপিটের শিকার হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, আটতকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।