দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত

47
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: “খুলনা জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় শোলমারী নদীর সাথে সম্পর্কিত বিল ও আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসন” শীর্ষক প্রকল্পের উপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গনশুনানীতে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আব্দুল্লাহিল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ সচিব মাকসুদা ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক, পানি উন্নয়ন বোর্ড, খুলনার নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জহুরুল হক, মনোজিৎ বালা, গাজী হুমায়ুন কবীর বুলু, মোল্যা মাহবুবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক জি এম আমানুল্লাহ, ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দার, ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সেলিম আখতার স্বপন, ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক এম এ এরশাদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, ফুলতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কেশবপুর পানি আন্দোলনের নেতা রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ডুমুরিয়া ও কেশবপুর ও অভয়নগর উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.