দৈনিক খুলনা
The news is by your side.

জেসিআই’র প্রেসিডেন্ট খুলনার সুমন সাহা, ডিরেক্টর শাহ্ আরাফাত রাহীব

32
রাজধানী ঢাকার অ্যাসকট প্যালেসের সেরেনিটি ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত জেসিআই ঢাকা সিগনেচারের জেনারেল অ্যাসেম্বলিতে ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট (এলপি) হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনার সুমন সাহা একই কমিটিতে ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন খুলনার শাহ্ আরাফাত রাহীব।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, সাধারণত (JCI) নামে পরিচিত একটি অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যেখানে ১৮ থেকে  ৪০ বছর বয়সী ব্যবসায়ীরা সদস্য হয়ে থাকেন। পৃথিবীর প্রায় ১২৭ টি দেশে এটির কর্মকান্ড পরিচালিত হয়।

১৯১৫ সালে সেন্ট লুইস ইউএসএতে লোকাল জুনিয়র চেম্বার হিসাবে প্রতিষ্ঠিত এবং ১৯৪৪ সালে মেক্সিকো থেকে আন্তর্জাতিক পরিমন্ডলে কর্মকান্ড শুরু করা জেসিআই ইউরোপিয়ান কাউন্সিল, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল এবং ইউনেস্কোর সাথে পরামর্শমূলক প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে।

জেসিআই ঢাকা সিগনেচারের জেনারেল অ্যাসেম্বলির এই বর্ণঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা সিগনেচার-এর ফাউন্ডিং প্রেসিডেন্ট রাইহাতুল জান্নাহ তাবিন, জেসিআই বাংলাদেশ-এর বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই বাংলাদেশ-এর ২০২৪ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, জেসিআই বাংলাদেশ-এর বর্তমান ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ সহ বিভিন্ন চ্যাপ্টারের লোকাল প্রেসিডেন্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ, এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণ

Leave A Reply

Your email address will not be published.