দৈনিক খুলনা
The news is by your side.

জুলাই অভ্যুত্থানে শহীদ ছাব্বিরের কবর জিয়ারত করলেন সচবি ড. ফরদিুল ইসলাম

71

বাংলাদেশ সরকাররে সচবি ড. ফরদিুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ছাব্বিরের কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুর ২ টায় তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় তার সাথে ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মি ও শহীদ ছাব্বিরের আত্মীয় স্বজনসহ সহা¯্রাধিক মানুষ।
কবর জিয়ারতের আগে বাংলাদেশ সরকাররে সচবি ড. ফরদিুল ইসলাম নিহত ছাব্বিরের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শহিদুল্লাহ মল্লিক ও মা কাকলী বেগমসহ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
ছাব্বির ইসলাম শাকিব (২১) ১৯ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাথে ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের সামনে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকালীন সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পুলিশের ৫টি গুলি ছাব্বিরকে ঝাঁঝরা করে। শাহাদাৎ বরণ করেন ছাব্বির।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটটিতে শহীদদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদদের এ তালিকায় ছাব্বিরের গেজেট নং-১০৫। মেডিকেল কেস আইডি-৯৬৬৩।

Leave A Reply

Your email address will not be published.