নিজস্ব প্রতিনিধি: “জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সাথে ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার সোনার বাংলা বুশরা স্কুল প্রাঙ্গণে বেসরকারি সংস্থা উত্তরণের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ।
উত্তরণের “জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি প্রকল্প”-এর সমন্বয়কারী নাজমা আক্তারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।
এসময় স্থানীরা তাদের সমস্যা কথা তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তারা বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে এসে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন বস্তিতে বসবাস করছেন।
গড়েরকান্দা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তারা বলেন: সুপেয় পানির তীব্র সমস্যা রয়েছে। রাস্তাঘাটের বেহাল দশা। এলাকায় ড্রেনেজ ব্যবস্থার একেবারে নেই। বিদ্যুতের খুঁটি না থাকায় অনেক দূর থেকে তার টেনে বিদ্যুৎ নিতে হয়। মাদকাসক্তরা সেই তার চুরি করে নিচ্ছে। এলাকার মানুষ স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান।
বক্তারা জানান, জলবায়ু উদ্বাস্তুরা নানা বঞ্চনার শিকার হচ্ছেন। বাস্তুচ্যুত হওয়ার কারণে তারা শহরে এসে সরকারি বিভিন্ন সেবা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জলবায়ু উদ্বাস্তু ও শহরের বস্তিবাসীদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপ।