দৈনিক খুলনা
The news is by your side.

গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৬০৫ জন

138

গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টের আসামি ও অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ১৬০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

মঙ্গলবার (১৮ মে) এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১০১৩ জনকে ওয়ারেন্টমূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৫৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, তিনটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল, তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

Leave A Reply

Your email address will not be published.