বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়া ও ফুলতলা এবং পাইকগাছা পৌরসভার ফরম বিক্রয়ের রশিদ খুলনা জেলা টীম প্রধান রফিকুল ইসলাম রফিকের হাতে তুলে দেয়া হয়েছে। ফরম বিক্রয়ের রশিদ তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ও বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আহবায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৯ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরমের রশিদ হস্তান্তর করা হয়
।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, ছাত্রদলের সাবেক ১ম সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, পাইকগাছা পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, পৌরসভার সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন নায়েব, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।