দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাপ্পি

37

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

শনিবার (১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর সুস্থতা পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিএনপি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে হঠাৎ মিনি স্ট্রোকে আক্রান্ত হন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রথমে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে জটিল অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। পরবর্তীতে চলতি বছরের ৩ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩০ জুলাই দেশে ফেরেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। পরে একই বছরের ১৩ ডিসেম্বর ঘোষিত তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব এবং মো. মোমরেজুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক করা হয়।

দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, আবু হোসেন বাবু দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্ণ উদ্যমে রাজনীতিতে ফিরবেন।

Leave A Reply

Your email address will not be published.