দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় ব্রিলিয়ান্ট ব্যাচের বর্ণাঢ্য অনুষ্ঠান

সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে

39

পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ব্রিলিয়ান্ট ব্যাচের আয়োজনে বঙ্গভাষী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মো. ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহা. মুশাররফ আনসারি। সভাপতিত্ব করেন ব্রিলিয়ান্ট ব্যাচের পরিচালক এম আল আমিন আকাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রিলিয়ান্ট ব্যাচের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হুসাইন।

পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা, কুইজ কম্পিটিশন, আলোচনা সভা এবং মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারুণ্যের আদর্শ প্রিয় নবী (সা.) ও আদর্শ সমাজ গঠনে প্রিয় নবী (সা.) বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ দিকনির্দেশনা। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য তাঁর আদর্শ অনুসরণ করা সবচেয়ে জরুরি, যাতে তারা নিজেদের জীবন গড়ে তুলতে পারে ইসলামের আলোকে। একইসাথে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্রিলিয়ান্ট ব্যাচের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপনী হয়।

Leave A Reply

Your email address will not be published.