দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় জ্বালানি খাতে চাঁদাবাজির প্রতিবাদে ঐক্যবদ্ধ পরিবেশকরা

47

খুলনা বিভাগে জ্বালানি খাতে চাঁদাবাজি, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এ প্রতিবেদকন এবং বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি। সপ্রতি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ পিন্টু ও নির্বাহী সদস্য শেখ আমানত আলীর বিরুদ্ধে কিছু অসাধু ব্যবসায়ী হয়রানি ও চাঁদাবাজির উদ্দেশ্যে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে মোঃ সুলতান মাহমুদ পিন্টু জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। কিন্তু কিছু কুচক্রী মহল তার কাজে বাধা সৃষ্টি করছে এবং জ্বালানি সেক্টরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
সংগঠন দু’টি অবিলম্বে তাদের দুজনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। অন্যথায়, জ্বালানি সেক্টর থেকে সম্মিলিতভাবে বৃহত্তর আন্দোলনের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গাফ্ফার বিশ্বাস, কার্যকরী সভাপতি গাজী আনিসুল হক অমি, সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল মওলা, এবং বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুর করিম, কার্যকরী সভাপতি এম মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.