দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে চুরি মালামালসহ আটক ১

53

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ফিল্ড ল্যাব থেকে চুরি করে পালানোর সময় মোঃ হিমেল ফারাজী নামে এক চোরকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি খুলনার লবণচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার জাফর ফারাজীর ছেলে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার তত্ত্বাবধায়ক আবদুর রহমান জানান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ফিল্ড ল্যাবের ভেতর থেকে মালামাল চুরি করে পালানোর সময় তাকে নিরাপত্তা প্রহরীরা আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ফ্যান, দা, কাঁচি, ছুরি ও প্লাস উদ্ধার করা হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave A Reply

Your email address will not be published.