মোংলা প্রতিনিধি :বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মোংলায় পশু সদকা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী রবিবার দুপুরে তার নিজ বাড়ীতে কয়েকটি পশু সদকা দিয়ে তা এতিম ও দুস্থদের মাঝে বিলিয়ে দেন। এছাড়া তার বাড়ীতে নিয়মিত চলছে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান।
বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ভীষণ অসুস্থ। তাই রোগমুক্তি কামনায় তার জানের বদলে জান (পশু) সদকা দিয়েছি, আল্লাহ যেন কবুল করেন। এছাড়া তার সুস্থতার জন্য নিয়মিত কোরআন খতম ও দোয়া করা হচ্ছে। পৌরসভা ও উপজেলার সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বেগম খালেদা জিয়ার জন্য আমার পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান চলমান রয়েছে। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক, সকলে মিলে সেই দোয়া করছি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ও কাজী ফারুকসহ অন্যান্যরা।