দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও পরিচিত সভা

14

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-০৬ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আ. সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আলা এবং ১০ নম্বর সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।