দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর পৌরসভার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

110

যশোরের কেশবপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৮ কোটি ৭০ লাখ ৩ হাজার ৬৮৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুন) বেলা ১২ টার দিকে কেশবপুর পৌরসভা কক্ষে ওই বাজেট ঘোষনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাঃ রেকসোনা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা সরকারি হাসপাতালের যত্ন্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, সমাজসেবা কর্মকর্তা মোঃ রোকনউজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও সাবেক মেয়র ওয়াজেদ খান ডবলু,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশিদ বুববুল, সাংবাদিক আব্দুল হাই সিদ্দিকী, রুহুল কুদ্দুস, আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র নেতা সম্রাট হোসেন, জামায়াতের পৌর শাখার সভাপতি জাকির হোসেন, ও পৌর সভার হিসাব রক্ষক মফিজুর রহমান মফিজ প্রমুখ।

এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার টাকা এবং বিভিন্ন খাত থেকে আয় আসবে আরো ৮৬ লাখ ৩৭ হাজার ৬৮৭টাকা। ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে বেশী গুরুত্ব দেয়া হয়েছে, অবকাঠামো নির্মান, জলাবদ্ধাতার নিরসন , শহরের সৌন্দর্য বর্ধন, মশা নিধন, পানিয়ালস, স্যানিটেশন খাতে।

 

Leave A Reply

Your email address will not be published.