যশোরের কেশবপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে যশোর জেলা ওলামাদলের কর্মী সভা সফল করতে, মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০ টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১২জুলাই যশোর জেলা ওলামা দলের কর্মী সভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেশবপুর উপজেলা শাখা এই প্রস্তুতি সভার আয়োজন করেন। উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন যশোর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ। উক্ত প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।