দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

39

কেশবপুর (যশোর), ০৪ ডিসেম্বর ২০২৫ : আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার সভাপতি মোঃ জাকির হোসেন , ফায়ার সার্ভিস কেশবপুর স্টেশনের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তারেব, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ অলোকেশ কুমার সরকার , উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, এসপির সম্রাট হোসেন, প্রমুখ।
সভায় দিবসদ্বয় যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ, সমন্বয় এবং সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

পুনঃনির্ধারিত তারিখ ও সময়ে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থেকে কার্যক্রমগুলো সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.