দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ( রিইব) হোপ প্রকল্প তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক উপজেলা ও জেলা প্রশিক্ষন

63

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে রিইব এর হোপ প্রকল্প তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক উপজেলা ও জেলা সিএসও কমিটির প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে কেশবপুর নিউজ ক্লাব হল রুমে।

বুধবার (১৫ অক্টোবর ) সকাল ১০ টায় দুই দিন ব্যাপী কর্মশলার প্রথম দিনে কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক উপজেলা সিএসও যশোর সদর উপজেলা দলের সমন্বয় এই কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে উপজেলা ও জেলা থেকে ১২ টি ইউনিয়ন থেকে আসা সিএসও প্রতিনিধিদের উপস্থিতিতে তথ্য অধিকার ও গণতান্ত্রিক সংলাপ বিষয়ক বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। যা পরবর্তীতে উপজেলা প্রশাসনের সাথে সংলাপের মাধ্যমে সমাধান করার রুপরেখা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এলাকা সমন্বয়কারী খালিদ হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা সিএসও-এর সদস্য- শাহজাহান নান্নু, আহসান হাবিব, শামসুজ্জামান স্বজন, রাকিবুল ইসলাম নয়ন এবং নারী- লিয়া খাতুন, শরিফা খাতুন মধু। কেশবপুর উপজেলা

সিএসও কমিটির সহ-সভাপতি মোঃ আকমল আলী, সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, আবু সালেহ মাসউদ হাসান, আব্দুর রহমান রকি, সুফিয়া পারভীন, সুজন দাস, ঋতুপর্ণা দাস, আব্দুর রহমান রকি, আশালতা দাস,মিলন মন্ডল, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তরা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার ভুগছে ভুক্তভোগীরা।

Leave A Reply

Your email address will not be published.