দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ভুয়া ডাক্তারকে ২ মাসের কারাদন্ড

96

কেশবপুরে আসমত উল্লাহ নামে এক ভুয়া ডাক্তারকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে যশোরের কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শরীফ নেওয়াজ, বগা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও আল্লার দান ফামের্সি এন্ড চিকিৎলয়ে অভিযান চালায়।

এসময় আসমত উল্লাহ’র (৩০) নিকট ডাক্তারি সনদসহ প্রয়োজনীয় কাগজ পত্র দেখতে চান। এসময় সে ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হলে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ০২ উপজেলা সহকারি কমিশানর ও নির্বাহী ম্যাজিট্রেট আদালত বসিয়ে তাকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। এরপর ওনদিন তাকে থানা পুলিশের মাধ্যমে যশোর বিজ্ঞ বিচারিক আদালতে প্রেরন করেন।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন, উপজেলার বগা গ্রামে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার আসমতকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.