দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বসতভিটা দখলের চেষ্টায় হামলা

সংবাদ সম্মেলনে নিরাপত্তাহীতার অভিযোগ

38

যশোরের কেশবপুর উপজেলার কাকিলাখালী গ্রামের অশোক কুমার দাশের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ নভেম্বর)  কেশবপুর নিউজ ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভুক্তভোগী অশোক দাশ তাঁর পরিবারের ওপর হামলা, ভাঙচুরও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে ধরে বলেন,ঘটনার পর থেকে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অশোক দাশ (৬০) জানান, পারিবারিক পূর্ববিরোধের জেরে তাঁর ছোট ভাই অসীম দাশ (৪৮) ও ভাইয়ের স্ত্রী ডলি দাশ (৪২) ২ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে লাঠিসোটা নিয়ে তাঁর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তাঁকে অশ্লীল গালিগালাজ ও বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে প্রতিবাদ করলে অসীম দাশ তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং ডলি দাশ হাতে থাকা কাঠের লাঠি দিয়ে হামলার চেষ্টা করেন। এতে অশোক দাশের বাম হাত গুরুতর জখম হয়।

হামলা থেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী স্মৃতি রানী দাশ এবং ছেলে একইভাবে মারধরের শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ফেলে, বারান্দার বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং সেচ মটরের তার, পানি সরবরাহের পাইপ ও মোটরসাইকেলের মিটার ভেঙে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।

শোরগোল শুনে প্রতিবেশী মলয় দাশ, কনক দাশসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাঁরা জানান, পুরো বাড়িতে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছিল।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অশোক দাশকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি আংশিক সুস্থ হলেও পরিবারসহ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।

অশোক দাশ অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে পুরো পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগীরা যশোর জেলা প্রশাসনের তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। তা না হলে যে কোন সময়ে বড় দূর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।
এবিষয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে ভুক্তভোগীরা জানান।

Leave A Reply

Your email address will not be published.