কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। সেই উপলক্ষে কেশবপুর শহরে একটি বর্ণাঢ্য র্যাালি আয়োজন করেন সংগঠনটি । র্যাালি শেষে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য আমির মাওলানা আব্দুস সামাদ ,সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, কেশবপুর নায়েব আমির মাস্টার রিজাউল ইসলাম ,কেশবপুর উপজেলা পেশাজীবীর সভাপতি সাবেক ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখার সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট ওজিয়ার রহমান, পৌর আমির জাকির হোসেন, উপজেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, মাওলানা আব্দুল মোমিন উপজেলা কর্মপরিষদ সহ প্রমূখ।