যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে জাতীয় ও আত্মজার্তিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা আনজু মনোয়ারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদিব রায়।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, নিউজ ক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশিদ বুলবুল, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন ও সাংবাদিক শামিম আক্তার মুকুল প্রমুখ।
সভা শেষে যুবকদের স্বাবলম্বী করতে ২৫ জন বেকার যুবকের মাঝে যুব রিনের চেক বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। সভায় পূর্বে একটি র্যালি বের করা হয়।