কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূ্র্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে র্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য হলো সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম প্রমূখ।