দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরের  আপারভদ্রা নদী-র অবৈধ দখল-দূষণ ও নাব্যতা সংকটে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নদী পরিদর্শন

71

যশোরের কেশবপুরের  আপারভদ্রা নদী-র অবৈধ দখল-দূষণ ও নাব্যতা সংকটে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নদী পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) তারিখে জাতীয় নদী রক্ষা কমিশন-র চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী যশোর সফরে, কেশবপুরের বিভিন্ন পয়েন্টে নদীর দখল, দূষণ ও খনন কার্যক্রম পর্যালোচনা করবেন।

আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ সহ অনেক কর্মকর্ত গণ। কেশবপুর ও মনিরামপুর উপজেলায় অবস্থিত আপারভদ্রা, মুক্তেশ্বরীসহ অন্যান্য নদীতে দীর্ঘদিন ধরে অবৈধ দখল, বর্জ্য প্রবাহ ও নাব্যতা হ্রাসের কারণে পানি নিষ্কাশন ও সেচের সমস্যা ক্রমশ তীব্র হয়েছে।

এই প্রেক্ষাপটে ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী জেলার বিভিন্ন পয়েন্ট সরেজমিন পরিদর্শনে আসছেন। কেশবপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে আপারভদ্রা নদীর অবৈধ দখল, দূষণ ও নাব্যতার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে।

একই সাথে হরিহর, হরিতেলিগাতি, টেকা ও শ্রী নদীসহ ৬টি নদীর মোট ৮১.৫ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এই খননকার্যের উদ্দেশ্য হলো ভবদহ অঞ্চলের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা ও নদীর নাব্যতা সংকট ঘুরিয়ে দাঁড়ানোর। মুক্তেশ্বরী নদীতে অনেক অংশ দখল হয়ে ধীরে ধীরে নাব্যতা হারাচ্ছে। এক সংবাদ অন্বেষণে দেখা গেছে এক অংশকে বিক্রির জন্য চিহ্নিত করেছে,  নদীর মোহনাংশ ধীরে ধীরে মাটিতে পরিণত হচ্ছে। নদীর ভরাট, অবৈধ মাছচাষ, বর্জ্য নিষ্কাশন ব্যাহত হওয়ায় জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভবদহ অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রায় ৫ লক্ষেরও বেশী মানুষ জলাবদ্ধতায় ভুগছেন।

২৪ অক্টোবর কেশবপুর ও মনিরামপুর উপজেলায় মোট ৬টি নদীর জন্য ১৪০ কোটি টাকার খনন কাজের উদ্ধোধন করা হয়। খননের পরিমাণ ৮১.৫ কিলোমিটার। সেনাবাহিনী-পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই কাজ করছে। স্থানীয় প্রশাসন আশা করছে, এই কাজের মাধ্যমে ভবদহ এলাকার স্থায়ী জলাবদ্ধতার শিকড় থেকে মুক্তি মিলবে।যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম জানিয়েছেন, “খুবই দ্রুতগতিতে কাজ এগোয়নি গেল কয়েক বছর; এখন কার্যক্রম ত্বরান্বিত করা হবে।

 

পরিবেশ-উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মোবাইল ভার্চুয়াল মাধ্যমে বলেন, “নদীর নাব্যতা, দখল ও দূষণ একসাথে বিবেচনায় নিয়ে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
নদী পুনরুদ্ধারে শুধু খনন যথেষ্ট নয় নিচের বিষয়গুলোর দিকে বিশেষ নজর প্রয়োজন: নদীর সীমানা পুনরায় নির্ধারণ ও আইনানুগভাবে চিহ্নিত করা। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া। নদীতে বর্জ্য প্রবাহ রোধ ও নিকাশীর সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করা। স্থানীয় জনজীবন ও কৃষিতে নদীর ভূমিকা পুনরুদ্ধার করা—যেমন সেচ, মৎস্য ও পরিবেশীয় ভারসাম্য। কমিশন, পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে নিয়মিত সমন্বয় ও মনিটরিং সিস্টেম চালু রাখতে হবে।

উল্লেখ্য, ১শ ৪০ কোটি টাকা ব্যয়ে কেশবপুর, মণিরামপুর, অভয়নগর, ডুমুরিয়া ও তালা উপজেলার পানি বদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৮১.৫ কিলোমিটার নদী খনন প্রকল্পের এলাকায় কেশবপুর উপজেলা অংশে প্রায় ৪৫ কিলোমিটার নদীর সীমানার মধ্যে ১টি বাজার, ১টি ধর্মীয় প্রতিষ্ঠানসহ ৮৮টি অবৈধ স্থাপনা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.