যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাটনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। পাটনার কৃষক কংগ্রেসে দুই শতাধিক কৃষক অংশ নেন।
বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ৯টায় স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৪-২৫ অর্থ বছরের প্রগ্রাম-অন, এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্যান্সফরমেশন অব নিউট্রিশন এন্টার প্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) কৃষক কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারনরে অতিরিক্ত উপ-পরিচালক কৃষি বিদ মোঃ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি ব্যাংক কেশবপুর শাখার ম্যানেজার মোঃ কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী দাস, সমবায় অফিসার নাছিমা আক্তার, মৎস্য অফিসার সুদিপ রায়, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, নিউজ ক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশীদ বুলবুল, চেয়ারম্যান আলাউদ্দীন আলা, উপ-সহকারি কৃষি অফিসার কিরনময় সরকার, মধ্যকুল গ্রামের আব্দুল্যাহ আল মামুন, বড়েঙ্গা গ্রামের মোঃ কামরুজ্জামান ও অনাথবন্ধ দাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দ্বিপজয় বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস কৃষকদের কৃষি পদ্ধতির উপর বিভিন্ন ধরনের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।